ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

বশেমুরবিপ্রবিতে গণহত্যা দিবস পালিত

প্রকাশনার সময়: ২৫ মার্চ ২০২৪, ১৬:২১

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গণহত্যা দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে সকল শহিদের আত্মার মাগফিরাত কামনায় সোমবার (২৫ মার্চ) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেদ্রীয় মসজিদে দোয়া মাহফিলর আয়োজন করা হয়। এ ছাড়া বিকেলে কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনার আয়াজন করা হয়েছে।

২৫ মার্চের সেই ভয়াল কালরাত স্মরণে রাত ১১টা থেকে ১১.০১ পর্যন্ত ১ মিনিট সরকার ঘোষিত গণহত্যা দিবসের কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতীকী ব্যাক আউট পালন করা হবে।

প্রসঙ্গত, ১৯৭১ সালের ৭ মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাদুকরী ভাষণে স্বাধীনতার দিকনির্দশনা পাওয়ার পর মুক্তিকামী আপামর জনতার মধ্যে বিদ্রোহে দানা বাঁধতে থাকে।

অন্যদিকে, পাকিস্তানি সেনাবাহিনী প্রস্ততি নেয় নারকীয় নিধনযজ্ঞের। বাঙালির মুক্তির আন্দোলনকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্য একাত্তরের ২৫ মার্চ রাতে এ দেশের নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয় পড়ে ‘অপারশন সার্চলাইট’ পরিচালনা করে। ভয়ঙ্কর সেই রাত শুধু ঢাকায় ৭ হাজার নিরীহ মানুষকে হত্যা করা হয়।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ