বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বৃহত্তর কুষ্টিয়া (কুষ্টিয়া, চুয়াডাঙ্গা,মেহেরপুর) জেলা সমিতির নবীনবরণ, দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মার্চ) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ও প্লান্ট ব্রিডিং বিভাগের স্নাতকোত্তর শ্রেণি কক্ষে ওই নবীনবরণ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়া জেলা সমিতির নবীন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে জেলা সমিতির নবনিযুক্ত শিক্ষক ও বিসিএসের বিভিন্ন ক্যাডারে সুপারিশ প্রাপ্তদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পরবর্তীতে ইফতারের আগে দেশ ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।
বৃহত্তর কুষ্টিয়া জেলা সমিতির সভাপতি ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইস্তেহাদ আলম কুশলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হর্টিকালচার বিভাগের অধ্যাপক ড. কামরুল হাছান, কৌলিতত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফুল হক, সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এমজি মোস্তফা আমিন, ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আশিক মিয়া , কৃষি রসায়ন বিভাগের লেকচারার মো. আরিফুর রহমান, পরিবেশ বিজ্ঞান বিভাগের লেকচারার কানিজ ফাতেমা ঊষা , কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের লেকচারার মোছা. লাকী খাতুন। এছাড়াও বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ