‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’ এই স্লোগানকে ধারণ করে পথচলা বাঁধন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ইউনিটের নবীনবরণ, ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মার্চ) বিকেল সাড়ে ৫টায় পবিপ্রবির কৃষি অনুষদের কনফারেন্স কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাঁধন পবিপ্রবি ইউনিটের সভাপতি মো. মুশফিকুর রহমানের সভাপতিত্ত্বে সাধারণ সম্পাদক তৈমুর রহমান তামিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও বাঁধন পবিপ্রবি ইউনিটের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. সন্তোষ কুমার বসু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. অনুপ কুমার মন্ডল,প্রফেসর চিন্ময় বেপারী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত এবং শেষ অংশে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাঁধন কর্মী নিউট্রিশন অ্যান্ড ফুড সাইন্স অনুষদের শিক্ষার্থী মো. জান্নাতীন নাঈম জীবন। অনুষ্ঠানে প্রফেসর ড. সন্তোষ কুমার বসু নবীনদের শিক্ষা উপকরণ বিতরণের মধ্যে দিয়ে বরণ করে নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জোনাল প্রতিনিধি মেহেদী হাসান ইমন,বাঁধন পবিপ্রবি ইউনিটের উপদেষ্টা, বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ এবং বাঁধন কর্মীরা।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ