ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

পবিপ্রবিতে কুষ্টিয়া ছাত্রকল্যাণের নবীনবরণ ও ইফতার

প্রকাশনার সময়: ২১ মার্চ ২০২৪, ২২:৩৭ | আপডেট: ২১ মার্চ ২০২৪, ২২:৪০

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর কুষ্টিয়া ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের চতুর্থ তলায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বৃহত্তর কুষ্টিয়া ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মো. সোহেল রানার সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আব্দুল আজিজ,পবিপ্রবি কৃষি অনুষদের অধ্যাপক ড. আশরাফুল আলম, নিউট্রিশন অ্যান্ড ফুড সাইন্স অনুষদের সহযোগী অধ্যাপক মো. হাসানুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন সেলের ডেপুটি রেজিস্ট্রার কৃষিবিদ মো. ওয়াজকুরুনী, উপগ্রন্থগারিক মো. শিহাবুল আলম, সমিতির সাধারণ সম্পাদক রাগিব রায়হান মিঠু।

অনুষ্ঠানের প্রথমে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জান্নাতীন নাঈম জীবন। কুরআন তেলাওয়াত পরবর্তী অতিথিরা বক্তব্য দেন।

এসময় নবীন শিক্ষার্থীদের উপহার সামগ্রী দেওয়া হয়। পাশাপাশি উপস্থিত সকলকে ইফতার সামগ্রী দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমিতির অন্তর্ভুক্ত শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ