ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

না ফেরার দেশে জবির আরেক শিক্ষার্থী  

প্রকাশনার সময়: ২০ মার্চ ২০২৪, ১৩:৩৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সাবেক এক শিক্ষার্থী সামিউল খান সামি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

মঙ্গলবার (১৯ মার্চ) আড়াইটার দিকে নিজ কর্মস্থল ময়মনসিংহে তিনি স্ট্রোক করেন।

পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই মৃত্যুবরণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের শিক্ষক কামরুল ইসলাম জুয়েল।

জানা যায়, সামিউল খান সামি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার শিকারপুর গ্রামের বাসিন্দা। ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন তিনি। তার কোনো সন্তান ছিলো না। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন তিনি। দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপে ভুগছিলেন।

সামির মৃত্যুতে ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল ওয়াদুদ বলেন, সামি আমাদের মাঝে আর নেই। আমরা সত্যি একজন মেধাবী শিক্ষার্থীকে হারিয়ে শোকাহত। তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিদায় আত্মার মাগফেরাত কামনা করি।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ