পবিত্র রমজান উপলক্ষ্যে নিজের মধ্যে ভাতৃত্ব ও সহমর্মিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বৃহত্তর কুমিল্লা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় সমিতির শিক্ষক, শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী ও সদস্য সহ প্রায় ২শত জন উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (১৯) মার্চ সন্ধায় টিএসসি মিনি কনফারেন্স কক্ষে ওই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়
অনুষ্ঠানে ইফতারের পূর্বে দেশ, জাতি ও বিশ্ববিদ্যালয়ের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে কৃষি প্রকৌশলী ও প্রযুক্তি অনুষদের ডিন ও বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক এগ্রোফরেস্ট্রি বিভাগের অধ্যাপক ড. আব্দুল ওয়াদুদ এবং ইফতার ও দোয়া মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক কৃষি ও ফলিত পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. খন্দকার মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
এ ছাড়াও বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ এসময় উপস্থিত ছিলেন।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ