ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

পবিপ্রবির ব্যবসায় প্রশাসন অনুষদের নতুন ডিন সুজাহাঙ্গীর

প্রকাশনার সময়: ১৯ মার্চ ২০২৪, ১৭:১৮

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ব্যবসায় প্রশাসন অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ইকোনোমিক্স অ্যান্ড সোসিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সুজাহাঙ্গীর কবির সরকার।

মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন কক্ষে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়। অধ্যাপক ড. মো. সুজাহাঙ্গীর কবির সরকার আগামী দুই বছরের জন্য এ দায়িত্বপ্রাপ্ত হন।

অধ্যাপক ড. ইমরানুল ইসলামের সঞ্চালনায় একাউন্টটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. জাকির হোসেন'র সভাপতিত্ত্বে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওই অনুষদের সাবেক ডিন অধ্যাপক বদিউজ্জামান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকরা।

প্রসঙ্গত, ১৮ মার্চ সদ্য বিদায়ী ডিন ল্যাংগুয়েজ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের অধ্যাপক আবুল বাশার খানের দুই বছরের মেয়াদ শেষ হয়।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ