ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বেতন বৃদ্ধির দাবিতে অবস্থান কর্মসূচি করেছে অস্থায়ী কর্মচারীরা।
মঙ্গলবার (১৯ মার্চ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের কার্যালয়ে কর্মসূচি করেন তারা। এসময় উপাচার্য আগামী সিন্ডিকেটের পরবর্তী সিন্ডিকেটে বিষয়টি উত্থাপন করবেন বলে আশ্বাস দেন।
আন্দোলনকারীরা বলেন, সরকার কর্তৃক ২০২০ সালের অক্টোবরে মজুরি ন্যূনতম ৫৫০ টাকা নির্ধারণ করে দিলেও সাড়ে তিন বছর ধরে আমরা এর পরিবর্তে ১৫০ টাকা মজুরি পেয়ে আসছি। বিগত প্রশাসন আমাদের বেতন ৪০℅ বৃদ্বি করার ফলে আমরা কেউ মাসে ৪ হাজার, কেউ ৫ হাজার টাকা পায়। আমরা এখানে কেউ ১০ বছর, কেউ ২৫ বছর ধরে কাজ করছি। আমরা বেতন বৃদ্ধির বিষয়ে প্রশাসনের শরণাপন্ন হলে তারা সিন্ডিকেটে এ বিষয়টি উত্থাপন করবে বলে আশ্বাস দেন। কিন্তু কোনো বেতন বৃদ্ধির উদ্যোগ এ প্রশাসন নেয়নি বলে দাবি করেন তারা।
তারা আরও বলেন, এভাবে আমরা আর কত অপেক্ষা করবো। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এতো কম টাকায় কাজ করার কোনো নজির নেই।
অস্থায়ী কর্মচারী বাদশা মিয়া বলেন, আমরা অস্থায়ী কর্মচারী আছি ৬২ জন। আর প্রায় ৩০০ স্থায়ী কর্মচারী রিটায়ার্ড নিয়েছে যাদের কাজ এখন আমরা করি। প্রশাসনের কাছে একটাই দাবি আমাদের বেতন বৃদ্ধি করুন। অন্যথায় ঈদের পর আমরা লাগাতার আন্দোলনের দিকে অগ্রসর হবো।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া বলেন, এটা আসলে বিশ্ববিদ্যালয়ের কিছু না। এগুলো স্ব স্ব অফিস নিয়ন্ত্রণ করে। তারপরও কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখবে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ