সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণকাণ্ড ও অন্যান্য অপরাধমূলক ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে শিক্ষক-শিক্ষার্থীদের অন্দোলনের প্রেক্ষিতে প্রক্টর আ স ম ফিরোজ উল হাসানকে অব্যহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মাধ্যমে প্রক্টর ফিরোজ উল হাসানের অধ্যায়ের সমাপ্তি হয়েছে৷ এতে তার জায়গায় সাময়িকভাবে নতুন প্রক্টরের দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের অধ্যাপক আলমগীর কবীর।
সোমবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।
অফিস আদেশে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আ সম ফিরোজ উল হাসানকে অব্যহতি প্রদান করে পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের অধ্যাপক আলামগীর কবিরকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রক্টরের সাময়িক দায়িত্ব দেওয়া হয়েছে।’
এর আগে ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় প্রক্টর ও প্রভোস্টের দায়িত্ব অবহেলার অভিযোগ এনে তাদের অব্যহতিসহ ৫ দাবিতে গত এক মাস থেকে আন্দোলন করে আসছে শিক্ষক-শিক্ষার্থীরদের প্ল্যাটফর্ম 'নিপীড়ন বিরোধী মঞ্চ'। গত ১০ মার্চ দাবিগুলোর প্রেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধ করেন তারা। সর্বশেষ অবরোধের তৃতীয় দিনে (১৩ মার্চ) উপাচার্যের আশ্বাসে অবরোধ স্থগিত করেন তারা। এরপর গত ১৩ মার্চ প্রক্টরেরর পদ থেকে পদত্যাগপত্র জমা দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আ স ম ফিরোজ উল হাসান। এরই ধারাবাহিকতায় আজ পদত্যাগপত্র গ্রহণপূর্বক প্রক্টর ফিরোজ-উল হাসানকে অব্যহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এতে আনন্দ প্রকাশ করেছেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা।
নিপীড়ন বিরোধী মঞ্চের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন বলেন,'প্রক্টরকে অব্যহতি দেওয়ায় আমরা প্রশাসনকে সাধুবাদ জানাই। এর মাধ্যমে প্রশাসনের অন্তত একজন তার দায় স্বীকার করেছেন। কিন্তু মীর মশাররফ হোসেন হলের প্রভোস্টের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। আমরা চাই তাকেও অব্যাহতি দেওয়া হোক যাতে এটি একটি দৃষ্টান্ত হতে পারে যে, দায়িত্ব অবহেলা করলে পদ থেকে সরিয়ে দেওয়া হবে৷'
মঞ্চের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহফুজ ইসলাম মেঘ বলেন,'প্রক্টরকে অব্যহতি দেওয়ায় আমরা আনন্দিত। এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাতে চাই। তবে আমাদের পাঁচ দফা দাবির মধ্যে অন্যতম ছিল প্রক্টর ও প্রভোস্টকে অব্যহতি দেওয়া। এখানে প্রক্টরকে অব্যহতি দেওয়া হলেও প্রভোস্টের ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাই আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আবারও আন্দোলন করে যাবো।'
এদিকে, সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন নতুন দায়িত্বপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আলমগীর কবীর।
তিনি বলেন, 'আমি সততা ও নিষ্ঠার সাথে সবাইকে নিয়ে সম্মিলিতভাবে কাজ করতে চাই। বিশ্ববিদ্যালয়ে উদ্ভূত পরিস্থিতি উত্তরণে দায়িত্ব গ্রহণের পরেই আমি সকল স্টেকহোল্ডারদেরকে নিয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তগ্রহণ করে দ্রুততম তা বাস্তবায়নে সচেষ্ট হবো।'
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ