ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

পবিপ্রবিতে দুস্থদের মাঝে ইফতার বিতরণ

প্রকাশনার সময়: ১৮ মার্চ ২০২৪, ১৬:৩৩ | আপডেট: ১৮ মার্চ ২০২৪, ১৬:৩৮

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) প্রভাষক ও সহকারী অধ্যাপকদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ লেকচারার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (আলাপ) এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল এবং দুস্থদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মার্চ) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কনফারেন্স কক্ষে কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আলাপের নবমনোনীত কার্যনির্বাহী কমিটির সভাপতি সহকারী প্রক্টর, মেরিন ফিশারিজ অ্যান্ড ওশেনোগ্রাফি বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল হাসান'র সঞ্চালনায় সদ্য সাবেক সভাপতি সহকারী অধ্যাপক মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আলী, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. পূর্ণেন্দু বিশ্বাস।

এসময় বক্তারা রমজানের শিক্ষাকে ধারণ করে পথচলার আহ্বান জানান এবং আলাপের কার্যক্রমকে গতিশীল করতে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- আলাপের নবমনোনীত সাধারণ সম্পাদক ল’ অ্যান্ড ল্যান্ড এডমিনিস্ট্রেশন বিভাগের চেয়ারম্যান, সহকারী প্রভোস্ট সহকারী অধ্যাপক মো. রেজাউল ইসলামসহ আলাপের অন্যান্য সদস্যবৃন্দ।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ