শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে (নোবিপ্রবি) ইফতার পার্টির ওপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) গণ-ইফতার কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার (১২ মার্চ) রমজানের প্রথম দিন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এই গণ-ইফতার কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
বিশেষ আকর্ষণ হিসেবে গণ-ইফতার কর্মসূচিতে কুরআন তেলাওয়াত ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় মার্কেটিং বিভাগের শিক্ষার্থী জাকারিয়া ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন- বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম, বাংলা বিভাগের শিক্ষার্থী মনিরুল ইসলাম, দর্শন বিভাগের শিক্ষার্থী জুবায়ের সানি ও অন্যান্যরা।
প্রসঙ্গত, এর আগে শাবিপ্রবি ও নোবিপ্রবি প্রশাসন ক্যাম্পাসের অভ্যন্তরে ইফতার পার্টি আয়োজন না করার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে। এই বিজ্ঞপ্তিটি নিয়ে গত কয়েকদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা মহলে সমালোচনার ঝড় বইছে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ