শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসের অভ্যন্তরে ইফতার পার্টি না করার অনুরোধ জানায়। এরই প্রতিবাদে গণ ইফতার কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে মুসলিম সংস্কৃতির উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে এ গণ ইফতারের আয়োজন করেন তারা।
সরেজমিনে দেখা যায়, ইফতারের এক ঘণ্টা আগে থেকে সাধারণ শিক্ষার্থীরা নিজ নিজ ইফতার নিয়ে গোল চত্বরে জড়ো হওয়া শুরু করে। একে একে সবাই পত্রিকার কাগজ ও নানা বিছানা চাদর বিছিয়ে বসতে শুরু করে। ইফতারের পূর্ব মূহুর্তে শিক্ষার্থীরা নানা হামদ নাত পরিবেশন করে ইফতার কর্মসূচি প্রাণবন্ত করে তুলে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই-শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এ বিষয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করা ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন শিশির বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসের অভ্যন্তরে ইফতার পার্টি না করার অনুরোধ করে। অথচ এ ইফতার মুসলিম সংস্কৃতি ও ক্যাম্পাসের এতিহ্যের অংশ। এই অনুরোধ আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। সেটারই প্রতিবাদে আমাদের গণ ইফতার কর্মসূচি পালন করা। প্রশাসনের নিকট আমাদের দাবি হচ্ছে মুসলিম এতিহ্যে ও শিক্ষার্থীদের অধিকারে খর্ব হয় এমন কোনো আদেশ যেন সামনের দিকে জারি না করে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ