ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

প্রধানমন্ত্রীর নির্দেশে শাবিপ্রবিতে নিষিদ্ধ ইফতার পার্টি 

প্রকাশনার সময়: ১১ মার্চ ২০২৪, ১৮:০৫ | আপডেট: ১১ মার্চ ২০২৪, ১৮:০৮

প্রধানমন্ত্রীর নির্দেশে পবিত্র মাহে রমজানে ক্যাম্পাসের অভ্যন্তরে কোন ধরনের ইফতার পার্টি আয়োজনের না করার অনুরোধ জানিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন।

সোমবার (১১ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ফজলুর রহমান এই তথ্য নিশ্চিত করেন। এর আগে সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রেক্ষিতে এ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলকে আসন্ন রমজান মাসে ক্যাম্পাসে ইফতার পার্টির আয়োজন না করার জন্য অনুরোধ জানানো হলো।

এ বিষয়ে উপচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন রমজানে বিশ্ববিদ্যালয়ে কোন ধরনের ইফতার পার্টির আয়োজন করা যাবে না। তবে বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে ছাড়া ক্যাম্পাসের বাইরে আয়োজন করতে পারবে। সেক্ষেত্রে কর্তৃপক্ষের কোন নিষেধাজ্ঞা কিংবা দায়ভার থাকবে না।

নয়াশতাব্দী/এনএ/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ