ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

রাবির 'সি' ইউনিটের ফল প্রকাশ

প্রকাশনার সময়: ১১ মার্চ ২০২৪, ১২:৫৬ | আপডেট: ১১ মার্চ ২০২৪, ১৩:০০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২৪ সেশনে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তি পরীক্ষায় বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। এই ইউনিটের বিজ্ঞান ও অবিজ্ঞানের পাশের হার যথাক্রমে ৩৭.৭ এবং ৭৬.৯ শতাংশ।

সোমবার (১১ মার্চ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মিলনায়তনে ফলাফল প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে।

প্রকাশিত ফল অনুযায়ী, বিজ্ঞানে ৭৪ হাজার ৫৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮ হাজার ৯১ জন এবং বিজ্ঞানের বাইরে ১ হাজার ৭৭৮ জনের মধ্যে পাশ করেছেন এক হাজার ৩৬৮ জন। বিজ্ঞানে ৯৬ এবং বিজ্ঞানের বাইরে সর্বোচ্চ নম্বর পেয়েছেন ৮৭। এতে পাসের হার যথাক্রমে ৩৭.৭ ও ৭৬.৯ শতাংশ।

উল্লেখ্য, গত ৫ মার্চ 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। চার শিফট মিলে উপস্থিতির হার ছিল ৮২ দশমিক ১২ শতাংশ।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ