ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় নোবিশ ফাইনালিস্ট হয়েছে শাহজালাল বিজ্ঞার ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিতর্ক বিষয়ক সংগঠন সাস্ট স্কুল অব ডিবেটর বিতর্ক দল গেরিলা। আন্তর্জাতিক ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেট টুর্নামেন্ট G AUW MarchEntity-২০২৪ তে বিভিন্ন দেশের ৬৪টি দলের অংশগ্রহণের প্রতিদ্বন্দ্বিতায় এ গৌরব অর্জন করে সংগঠনটি।
রোববার (১০ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সংগটির সভাপতি নাজনীন সুলতানা লিজা। এর আগে, গত ১, ২ ও ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে অনলাইন প্লাটফর্ম ‘Discord' AUW MarchEntity নামে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সভাপতি লিজা বলেন, বিশ্বব্যাপী বিভিন্ন দেশের ৬৪টি দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে 'সাস্ট এসডি গেরিলা' শাবিপ্রবির জন্য আন্তর্জাতিক অঙ্গনে এই অর্জন বয়ে নিয়ে আসে। এ প্রতিযোগিতায় বিতার্কিক হিসেবে অসামান্য চমৎকারিত্ব দেখান সংগঠনটির সহকারী বিতর্ক পরিচালক ও ইন্ডাস্টিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফারজিন আনিয়ার রাহমান এবং সাধারণ সদস্য ফরেস্ট্রি অ্যান্ড এনভারনমেন্টাল সায়েন্স বিভাগের শিক্ষার্থী আনিকা ইশরাত। তারা উভয়ই বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
সংগঠনটির সভাপতি আরও বলেন, 'সাস্ট স্কুল অব ডিবেট' বিগত এক দশকেরও বেশি সময় ধরে বাংলা ও ইংরেজি বিতার্কিক তৈরিতে ভূমিকা রেখে আসছে। "সাস্ট এসডি গেরিলা"-র এই অর্জনটি সাস্ট স্কুল অফ ডিবেটকে কেবল সম্মানিত'ই করছে না, বরং মেধার প্রশিক্ষণের মাধ্যমে একটি বিশিষ্ট বিতর্ক সংগঠন হিসেবে নিজেদের অবস্থানকে আরো শক্তিশালী করছে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ