ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

প্রথমবারের মতো ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৩ শিক্ষার্থী

প্রকাশনার সময়: ১০ মার্চ ২০২৪, ১৫:৪৭ | আপডেট: ১০ মার্চ ২০২৪, ১৫:৫০

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো প্রদান করা হলো ডিনস লিস্ট অ্যাওয়ার্ড। আট অনুষদের সর্বোচ্চ ফলাফল অর্জনকারী প্রথম, দ্বিতীয় ও তৃতীয়সহ মোট ৩৩ জন শিক্ষার্থী এই অ্যাওয়ার্ড পান।

রোববার (১০ মার্চ) বেলা ১১টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ডিন'স লিস্ট অ্যাওয়ার্ড-২০২৪ কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডীন। এছাড়াও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান, বিভিন্ন বিভাগের সভাপতি, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

জানা যায়, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতকের ফলাফলের ভিত্তিতে এই অ্যাওয়ার্ড দেয়া হয়। এতে সামাজিক বিজ্ঞান অনুষদের ৪ জন, ব্যবসায় প্রশাসন অনুষদের ৭ জন, থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ৪ জন, আইন অনুষদের ৪ জন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ৩ জন, জীববিজ্ঞান অনুষদের ৩ জন, বিজ্ঞান অনুষদের ৪ জন ও কলা অনুষদের ৩ জন শিক্ষার্থী এই অ্যাওয়ার্ড অর্জন করেন।

অ্যাওয়ার্ড প্রাপ্ত ল' অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী জামাল উদ্দীন বলেন, প্রথমে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার পিতা-মাতা, শিক্ষক শিক্ষিকা, সহপাঠী বন্ধুদের প্রতি। বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আমার প্রাণপ্রিয় বিভাগ ল' অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট এর সম্মানিত শিক্ষকদের প্রতি। তাদের অনুপ্রেরণা এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই আমরা আমাদের সাফল্য গাঁথা রচনা করতে পেরেছি। আসলে এই দিনটি আমার জীবনে একটি বিশেষ দিন হয়ে থাকবে এবং আগামী দিনে আমার পথ চলার পাথেয় হয়ে থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, যে কোনো অ্যাওয়ার্ড প্রাপ্তি প্রাপককে যেমন দায়িত্ববান করে ঠিক তেমনি প্রাপককে এর পাশাপাশি প্রতিশ্রুতিবদ্ধ নাগরিক হিসেবে গড়ে তুলতে উদ্দীপিত করে। যারা ডিন'স অ্যাওয়ার্ড পেল আমরা তাদের আলোর পথ দেখালাম। এই পথ বেয়ে ভবিষ্যতে যাত্রার জন্য তাদেরকে আমরা তৈরি করে দিলাম। কিন্তু সেই যাত্রায় নিজের কমিটমেন্ট দিয়ে এই সার্থকতা গড়ে তুলতে হবে। আজকে যারা ডিনস লিস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন তাদেরকে গর্ব করতে বলি তবে কখনো যেন অংহবোধে তাড়িত না হয়।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ