কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লালন চত্বর নামে পরিচিত মসজিদ ও কেন্দ্রীয় খেলার মাঠের মধ্যবর্তী পাহাড়ে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (৯ মার্চ) দুপুর ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
গত বছরের ১৩ ফেব্রুয়ারি ও ১৯ মার্চ একই পাহাড়ে আগুন লেগেছিল। এবারের অগ্নিকাণ্ডে পাহাড়ের অধিকাংশ অংশ পুড়ে কালো বর্ণ ধারণ করেছে।
সরজমিনে দেখা যায়, কোথাও আগুন দাউ দাউ করে জ্বলছে, আবার কোথাও আগুন নিভে বিবর্ণ কালো রূপ ধারণ করেছে। প্রায় ৪০ মিনিটের চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
আগুন নির্বাপণের দায়িত্বে থাকা স্টেশন অফিসার মীর মোহাম্মদ মারুফ জানান, আনুমানিক ১২:১০ মিনিটে আমরা খবর পাই। খবর পাওয়ার সাথে সাথে দুইটি গাড়ি নিয়ে ঘটনাস্থলে চলে আসি। শুষ্ক মৌসুম হওয়ায় বাতাসের কারণে আগুনের স্পার্ক দ্রুত ছড়িয়ে পড়ে। আমরা প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হই।
আগুনের উৎপত্তি কারণ জানতে চাইলে তিনি বলেন, তদন্ত ছাড়া এটা বলা সম্ভব নয়। তবে বিড়ি-সিগারেটের উচ্ছিষ্ট অংশ থেকে আগুন লাগতে পারে।
সহকারী প্রক্টর অমিত দত্ত বলেন, আমরা যখনই আগুন লাগার খবর পেয়েছি দ্রুত চলে এসেছি এবং ফায়ার সার্ভিসকে খবর দিয়েছি। এদিকে সিকিউরিটি গার্ডরা ফায়ার নির্বাপক যন্ত্র দিয়ে প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আর তদন্ত ছাড়া আগুন লাগার উৎস সম্পর্কে বলা সম্ভব নয়। আমরা প্রক্টরিয়াল বডি বসে এ নিয়ে আলোচনা করবো।
এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে পাহাড়ের অনেক গাছপালা পুড়ে নষ্ট হয়েছে।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ