চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় পাশ করেছেন ৪০ হাজার ৮৬৯ জন। যা এ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিত শিক্ষার্থীদের শতকরা ৫৩.৭ শতাংশ।
বিষয়টি নিশ্চিত করেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. রাশেদ মোস্তফা।
শুক্রবার (৮ মার্চ) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও অফিশিয়াল পেইজে ফল প্রকাশ করা হয়।
এবছর বিজ্ঞান অনুষদভুক্ত 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষায় ৯৯ হাজার ৫২১ জন আবেদনকারী শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন ৭৭ হাজার ২৫৯ জন ভর্তিচ্ছু। ভর্তি পরীক্ষায় কৃতকার্য হয়েছেন ৪০ হাজার ৮৬৯ জন শিক্ষার্থী। সর্বোমোট ১২০ নম্বরের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ১১০।
এবিষয়ে ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও অধ্যাপক ড. রাশেদ মোস্তফা বলেন, এবছর তিনটি বিভাগীয় শহরে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীরা ভোগান্তি ছাড়াই পরীক্ষা দিতে পেরেছে। এবারের প্রশ্ন তুলনামূলকভাবে মানসম্মত ছিলো। পাশের হারও এবার বেড়েছে। 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট অংশগ্রহণকারী পরীক্ষার্থী ছিল ৭৭ হাজার ২৫৯ জন। এর মধ্যে পাস করেছে ৪০ হাজার ৮৬৯ জন। পাশের হার ৫৩.৭ শতাংশ। এর মধ্যে সর্বোচ্চ নাম্বার পেয়েছে ১১০ এবং সর্বনিম্ন প্রাপ্ত নাম্বার ৫২.৪৬।
শনিবার (২ মার্চ) সকাল ১১ টায় শুরু হয় 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়াও চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী এ তিন অঞ্চলে সর্বোমোট ১২ টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা। বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের অধীনে রয়েছে চারটি অনুষদ। এগুলো হলো- বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সাইন্স অ্যান্ড ফিশারিজ। চার অনুষদে মোট আসন সংখ্যা ১ হাজার ২১৫টি।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ