ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

জবিতে রান্নাকে কেন্দ্র করে মারামারি, অভিযুক্তকে হল ছাড়ার নির্দেশ

প্রকাশনার সময়: ০৮ মার্চ ২০২৪, ২১:৩৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে রান্না করাকে কেন্দ্র করে এক ছাত্রীকে মারধরের অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্ত তাসমিম সানজানা সৃষ্টিকে স্থায়ীভাবে হল (হলের বরাদ্দকৃত সিট বাতিল করে) ত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার (৮ মার্চ) হলের প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রানী সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'শৃঙ্খলা কমিটিতে বিষয়টি উপস্থাপিত হয়েছে। ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্ত শিক্ষার্থীকে হলের সিট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী রোববার তাকে অফিসিয়ালি চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া হবে।'

হল প্রভোস্ট আরও বলেন, এমন ছোট ঘটনাকে কেন্দ্র করে মারামারি আসলে কোনভাবেই কাম্য নয়। আমাদের সবাইকে ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে। পাশে একটা চুলা ছিলো চাইলে তারা পরিবর্তন করে অন্য চুলায় রান্না করতে পারতো। তারা সেটা না করে মারামারি, ভাষা খারাপ করলো। এটা কোনভাবেই মেনে নেওয়া যায় না।

হলের শৃঙ্খলা কমিটিতে ড. আনোয়ারা আক্তার, ড. বুসরা জামান, মানসুরা বেগম দায়িত্ব পালন করেন।

বৃহস্পতিবার (৭ মার্চ) মানসুরা বেগম অনুপস্থিত থাকায় হল প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রানী সরকার শৃঙ্খলা কমিটিতে থেকে নিজেই দায়িত্ব নিয়ে অভিযোগ নিষ্পন্ন করেন।

এগারো তলায় হলের দায়িত্বে থাকা হাউজ টিউটর ড. নিপা দেব নাথ বলেন, বৃহস্পতিবার লিখিত অভিযোগ পাওয়ার পর শৃঙ্খলা কমিটিতে বিষয়টি আলোচনা করা হয়। আলোচনা শেষে সিট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি মৌখিকভাবে তাকে বলা হয়েছে। পরবর্তীতে চিঠিতে তাকে জানিয়ে দেওয়া হবে।

তদন্তের বিষয়ে জানতে চাইলে বলে ড. নিপা বলেন, তদন্তের বিষয়টি হল করতে পারে না, বিশ্ববিদ্যালয় প্রশাসন করতে পারে। অভিযুক্তকে আমরা সিট বাতিল করে হলে না থাকার নির্দেশ দিয়েছি। কিন্তু সে তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় থেকে বাদ যাচ্ছে না। তদন্ত হলে তাকে অবশ্যই পাওয়া যাবে।

এর আগে মঙ্গলবার (৫ মার্চ) হলে রান্না করাকে কেন্দ্র করে সমাজবিজ্ঞান বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ইতি খাতুনকে মারধর করেন সংগীত বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী তাসমিম সানজানা সৃষ্টি। এ ঘটনায় ছাত্রী হলের হাউস টিউটর ও প্রভোস্ট বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ইতি খাতুন। পরবর্তীতে পাল্টা অভিযোগ দেন তাসমিম সানজানা সৃষ্টি।

উল্লেখ্য, তাসমিম সানজানা সৃষ্টির বিরুদ্ধে এর আগেও হলে অনেকের সাথে ঝামেলার করার অভিযোগ পাওয়া যায়। কেউ কোনো ধরনের লিখিত অভিযোগ না দেওয়া আমলে নেয়নি প্রশাসন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ