বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষার্থী আলিফ মাহমুদকে সভাপতি ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম ইমনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) নবগঠিত কমিটির দপ্তর ও প্রচার সম্পাদক তানজিম আহমেদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৭ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি দীপক শীল।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন- মুক্তারুল ইসলাম অর্ক, রায়হান শরীফ প্রিন্স ও কাওছার আহমেদ।
সহকারী সাধারণ সম্পাদক পদে রয়েছেন- হাসিব জামান, ইসহাক সরকার ও সাইফুল ইসলাম।
এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন আকাশ আহাম্মেদ, কোষাধ্যক্ষ কাইমুল হক, দপ্তর ও প্রচার সম্পাদক তানজিম আহমেদ, শিক্ষা ও গবেষণা সম্পাদক মাঈশা নূসরাত, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক সাইদুল, সদস্য সাব্বির হোসেন ও ফাতেমাতুজ্জোহরা।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ