রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২৪ সেশনে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষায় উপস্থিতির হার ছিল প্রায় ৯১ শতাংশ।
বুধবার (০৬ মার্চ) সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চারটি শিফটে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১ম, ২য় ও ৩য় শিফটে নিবন্ধিত পরীক্ষার্থী ছিল ১৮ হাজার ৬৯৬ জন ও ৪র্থ শিফটে ১৮ হাজার ৬৯৭ জন শিক্ষার্থী নিবন্ধন করেন। পরীক্ষায় উপস্থিতির হার ছিল প্রায় ৯১ শতাংশ।
প্রসঙ্গত, মঙ্গলবার বিজ্ঞান অনুষদভুক্ত 'সি' ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আগামীকাল (৭ মার্চ) ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর বিশেষ কোটাসহ মোট আসন সংখ্যা ৪ হাজার ৪৩৮টি। এই আসনের বিপরীতে মোট ১ লাখ ৮৫ হাজার ৬৮০টি আবেদন জমা পড়েছে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ