ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

চবিসাসের নেতৃত্বে আজহার-রোকন

প্রকাশনার সময়: ০৬ মার্চ ২০২৪, ১৬:৪৮ | আপডেট: ০৬ মার্চ ২০২৪, ১৬:৫৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) কার্যনির্বাহী কমিটি-২০২৪ নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ আজহার এবং সাধারণ সম্পাদক পদে রোকনুজ্জামান নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী পদে নির্বাচিত হয়েছেন দৈনিক নয়া শতাব্দী পত্রিকার চবি প্রতিনিধি মাহফুজ শুভ্র।

বুধবার (৬ মার্চ) সকাল সাড়ে দশটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর আড়াইটায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন।

এবার কার্যনির্বাহী পরিষদের সাত পদের বিপরীতে ১৪ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। সভাপতি হিসেবে নির্বাচিত হন বাংলানিউজ২৪ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোহাম্মদ আজহার ও সাধারণ সম্পাদক পদে দৈনিক যুগান্তরের চবি প্রতিনিধি রোকনুজ্জামান।

অন্য পদগুলোতে নির্বাচিত হয়েছেন- সহ-সভাপতি জাগোনিউজ২৪ এর প্রতিনিধি আহমেদ জুনায়েদ, যুগ্ম-সাধারণ সম্পাদক দৈনিক পূর্বদেশের শাহ রিয়াজ মোহাম্মাদ, অর্থ-সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে দৈনিক মানবজমিনের সুমন বাইজিদ, দপ্তর-প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বাংলাদেশ প্রতিদিনের চবি প্রতিনিধি জানে আলম এবং কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক নয়া শতাব্দীর মাহফুজ শুভ্র।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার। নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন সহকারী প্রক্টর হাসান মুহাম্মদ রোমান ও আফজালুর রহমান। নির্বাচন পর্যবেক্ষক হিসেবে ছিলেন চবিসাসের সাবেক সভাপতি সৈয়দ বাইজিদ ইমন।

প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার বলেন, নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। নতুন কমিটিতে বিজয়ীদের জানাই অভিনন্দন। পেশাদারিত্বের সাথে নতুন কমিটি দায়িত্ব পালন করবে, এটাই কামনা করি।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ