রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২৪ সেশনে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
বুধবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টায় প্রথম শিফটের পরীক্ষার মধ্য দিয়ে 'এ' ইউনিটের ভর্তিযুদ্ধ শুরু হয়। এরপর বেলা ১১টা থেকে দুপুর ১২টা, বেলা ১টা থেকে ২টা এবং বেলা সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আজ এ ইউনিটের ভর্তি পরীক্ষায় কোটাবাদে ৬৯ হাজার ৫২৭ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। চলতি শিক্ষাবর্ষে এ ইউনিটে আসন আছে ১ হাজার ৮৭২টি। এ হিসেবে এ ইউনিটে প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৭ ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী।
এই ইউনিটে কোটাসহ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শিফটে ১৮ হাজার ৬৯৬ জন এবং চতুর্থ শিফটে ১৮ হাজার ৬৯৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। এ ইউনিটে কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদভুক্ত ২৭টি বিভাগসহ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট রয়েছে। এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের এক ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় ৮০টি প্রশ্ন থাকবে। প্রতি ৪টি ভুলের জন্য ১ নম্বর কাটা যাবে।
সরেজমিনে দেখা যায়, সকাল সাতটা থেকেই ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকেরা ক্যাম্পাসে আসতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরীক্ষা কেন্দ্রের বাইরে ভর্তিচ্ছুদের লম্বা সারি দেখা যায়। পরে সকাল ৮টায় পরীক্ষাকেন্দ্রের গেট খুলে দেওয়া হয়। কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের ফোন, ক্যালকুলেটরসহ মেমোরিযুক্ত অন্য কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নিয়ে যেতে দেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনগুলোতে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রশাসন চার স্তরের নিরাপত্তায় সার্বক্ষণিক তৎপর রয়েছে। এ ছাড়া ভর্তি পরীক্ষায় জালিয়াতি ও কারসাজি ঠেকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ রয়েছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) 'বি' ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শেষ হবে। ২৫ মার্চের মধ্যে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। ভর্তি চলবে আগামী ১০ মে থেকে ২০ জুন পর্যন্ত। আগামী ১ জুলাই থেকে ক্লাস শুরু। এ ছাড়া ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রযোজ্য শর্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানা যাবে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ