বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো.বদরুজ্জামান ভূঁইয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ববিসাস)।
সোমবার (৪ মার্চ) বিকেল ৫টার দিকে উপাচার্যের কার্যালয়ে সাক্ষাৎ করেন ববিসাস।
নবনিযুক্ত উপাচার্যকে ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানান ববিসাসের নেতৃবৃন্দরা।
এ সময় উপস্থিত ছিলেন- ববিসাসের সাবেক সভাপতি ওবায়দুর রহমান, সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম সহ ববিসাসের কার্যনির্বাহী কমিটির সদস্য, সাধারণ সদস্য ও সহযোগী সদস্য।
এছাড়াও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. মনিরুল ইসলাম, প্রক্টর ড. মো. আবদুল কাইউম, শিক্ষক সমিতির সভাপতি ড. মো. আবদুল বাতেন চৌধুরি, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. তারেক মাহমুদ আবীর সহ অন্যান্য শিক্ষক।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ