ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

ইবির বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিটের নেতৃত্বে মাহবুব-শেলীনা

প্রকাশনার সময়: ০৪ মার্চ ২০২৪, ১৭:৫৪ | আপডেট: ০৪ মার্চ ২০২৪, ১৭:৫৮

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক ইউনিটের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৪-২০২৬ এর সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইইই বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমান ও সাধারণ সম্পাদক পদে ছাত্র উপদেষ্টা, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. শেলীনা নাসরীন।

জানা যায়, আগামী ৬ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের শেষ সময় পর্যন্ত পদসমূহ শুধুমাত্র একটি করে বৈধ মনোনয়ন জমা পড়ে। ফলে নির্বাচনের আগেই তাদের বিজয়ী বলে ঘোষণা করেন নির্বাচনের আহ্বায়ক গণিত বিভাগের অধ্যাপক ড. আনিচুর রহমান, সদস্য ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক কেএম শরফুদ্দীন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ আল মামুন। একইসঙ্গে নতুন নেতৃবৃন্দকে অভিনন্দন জানান তারা।

আগামী ৬ মার্চ কমিটি পূর্ণাঙ্গ করা হবে বলে জানান নব নির্বাচিত সভাপতি ড. মাহবুবর রহমান।

নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, বঙ্গবন্ধুর আদর্শ চর্চার উর্বর পরিবেশ সৃষ্টি, গবেষণা ও নতুন প্রজন্মকে উজ্জীবিত করার প্রত্যয় নিয়ে আমরা কাজ করবো।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ