ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

শাবিপ্রবি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সোসাইটির নেতৃত্বে সিয়াম-মেহরাজ

প্রকাশনার সময়: ০৩ মার্চ ২০২৪, ২২:২৭

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সোসাইটির ৫ম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সহ-সভাপতি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের রিদওয়ানুর রশিদ সিয়াম ও সাধারণ সম্পাদক হিসেবে মো. মেহরাজুল ইসলাম নির্বাচিত হয়েছেন। তারা ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

রোববার (৩ মার্চ) সন্ধ্যায় সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে পদাধিকার বলে কমিটির সভাপতি হিসেবে শাবির আইআইসিটির পরিচালক অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ হিসেবে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মাহফুজুর রহমান ইমন মনোনীত হয়েছেন।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সাধারণ সম্পাদক মোস্তাকিন ইবনে মাজিদ শোভন, সাংগঠনিক সম্পাদক ইমরান আহমেদ ইমন, প্রকাশনা সম্পাদক নিক্সন দেব অন্তু, সহকারী প্রকাশনা সম্পাদক গিলমান মো. রেজোয়ান ও স্পোর্টস সম্পাদক আবু সায়েদ শাওন নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন হরিপ্রিয়া দাস অর্পিতা, বিজন সাহা, সাদিয়া ফারজানা, এস. এম. ইয়াসিন বাশার, মো. মিনহাজুল ইসলাম বর্ষন, শাহরিয়ার হোসেন সজীব, তাসনোভা রামিসা ও নাসিম খান মিলন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ