গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষা সমাপনী অনুষ্ঠান উপলক্ষ্যে সকল শিক্ষার্থীকে টাকা দেওয়া বাধ্যতামূলক করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বশেমুরবিপ্রবি প্রশাসন।
মঙ্গলবার (৫ মার্চ) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষা সমাপনী উদযাপন অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনুষ্ঠান উপলক্ষ্যে ৩ মার্চ রেজিস্ট্রার মো. দলিলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশ হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়,‘বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের বিভাগীয় সভাপতিগণকে জানানো যাচ্ছে যে, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষা সমাপনী উদযাপন উপলক্ষ্যে শিক্ষার্থী প্রতি ২০০/- (দুইশত) টাকা হারে রেজিস্টেশন ফি সংগ্রহ করার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রত্যেক বিভাগ থেকে কতিপয় শিক্ষার্থী টাকা জমা দেয়, বেশিরভাগ শিক্ষার্থীই টাকা জমা দেয়নি। এমতবস্থায় বিভাগীয় সভাপতিকে বিভাগীয় ফান্ড থেকে শিক্ষার্থী প্রতি ২০০/- (দুইশত) টাকা করে দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,‘শিক্ষার্থীরা ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট নেওয়ার সময় শিক্ষার্থী প্রতি ৩০০/-(তিনশত) টাকা বিভাগে জমাদানপূর্বক বিভাগীয় প্রধান ক্লিয়ারেন্স ফরমে স্বাক্ষর করবেন। শিক্ষার্থী প্রতি ২০০/- টাকা ৪/৩/২০২৪ তারিখ দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থী উপদেষ্টার কাছে জমা দেওয়ার অনুরোধ করা হলো।’
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ