আগামী ৫ মার্চ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়ে চলবে ৭ মার্চ পর্যন্ত। এ উপলক্ষ্যে আগামী ৪ থেকে ৭ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।
রোববার (৩ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে আগামী ৪ থেকে ৭ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।
আগামী ৫ মার্চ ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। ‘এ’ ইউনিটের পরীক্ষা ৬ মার্চ এবং ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৭ মার্চ। ভর্তি পরীক্ষায় কোটাসহ চার হাজার ৪৩৮ আসনের বিপরীতে এবার তিন ইউনিট মিলিয়ে মোট চূড়ান্ত আবেদন জমা পড়েছে এক লাখ ৮৫ হাজার ৬৮০টি। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৭৪ হাজার ৭৮৫টি, ‘বি’ ইউনিটে ৩৪ হাজার ৫৪১টি এবং ‘সি’ ইউনিটে ৭৬ হাজার ৩৫৪টি চূড়ান্ত আবেদন জমা পড়েছে।
এ বছর প্রতিটি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বীতা করবেন ৪২ জন শিক্ষার্থী।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ