ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬

চবির ভর্তি পরীক্ষায় এ ইউনিটে উপস্থিত ৭৮ শতাংশ 

প্রকাশনার সময়: ০২ মার্চ ২০২৪, ২০:৩৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন ৭৭.৬৩ শতাংশ শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজ্ঞান অনুষদের ডিন এবং ভর্তি পরীক্ষার কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মোহাম্মদ নাসিম হাসান।

শনিবার (২ মার্চ) সকাল ১১টার দিকে শুরু হয় এ ইউনিটের ভর্তি পরীক্ষা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়াও চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী- এই তিন অঞ্চলের সর্বোমোট ১২টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে চবির এবারের ভর্তি পরীক্ষা।

বিজ্ঞান অনুষদভুক্ত এ ইউনিটের অধীনে রয়েছে চারটি অনুষদ। এগুলো হলো- বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সাইন্স অ্যান্ড ফিশারিজ। চার অনুষদে মোট আসন সংখ্যা ১ হাজার ২১৫টি। এই ইউনিটে মোট আবেদন করেন ৯৯ হাজার ৫২১ জন শিক্ষার্থী। ভর্তি পরীক্ষায় উপস্থিত ছিলেন ৭৭ হাজার ২৫৯ জন শিক্ষার্থী।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ