সঠিক সময়ে অফিসে কর্মকর্তাদের উপস্থিত নিশ্চিত করতে ডিজিটাল এটেনড্যান্স সিস্টেম চালু করতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
শনিবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের নিয়ে 'অভিযোগ প্রতিকার ব্যবস্থা বিষয়ক প্রশিক্ষণ' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ কথা বলেন। প্রশিক্ষণটি প্রশাসনিক-২ এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
এসময় উপাচার্য বলেন, সকলের সঠিক সময়ে অফিসে উপস্থিতি নিশ্চিতকরণে অল্প কিছু দিনের মধ্যে ডিজিটাল এটেনড্যান্স সিস্টেম চালু করা হবে। আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নতিতে এগিয়ে যাচ্ছে। এই উন্নতি নজায় রাখতে কাজের গুণগতমান রক্ষা করতে স্বচ্ছতা ও জবাবদিহিতার বিকল্প নেই। অভিযোগ প্রতিকার জবাবদিহিতার অংশ। যে কোনো অভিযোগ স্বল্পতম সময়ে সমাধান করতে হবে।
এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব ড. ফেরদৌস জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন।
এছাড়া প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ফজলুর রহমান এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপ-পরিচালক মৌলি আজাদ। প্রশিক্ষণে বিভিন্ন দপ্তরের ৭০ জনের অধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমানের সভাপতিত্বে ও এপিএর ফোকাল পয়েন্ট ডেপুটি রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক সঞ্চালনায় পরিচালিত হয়।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ