শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন’ এর ১৯তম কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে অর্থনীতি বিভাগের মোসাম্মৎ ইসরাত জাহান রিফা এবং সাধারণ সম্পাদক হিসেবে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ইনজামামুল হক ইরাম মনোনীত হয়েছেন। তারা উভয়ই ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।
শনিবার (২ মার্চ) দুপুরে সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মো. রেজোয়ান ইসলাম, শ্রীমতী সোহাগি রাণী খাস্ত্রীয়, সহ-সাধারণ সম্পাদক সুমাইতা ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. তানভীর সারওয়ার, সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম মনোনীত হয়েছেন।
এছাড়া অর্থ সম্পাদক হিসেবে প্রমি মুৎসুদ্দি, সহ-অর্থ সম্পাদক নানযিবা উম্মে আয়মান, প্রচার সম্পাদক আবরার মাহির, সহ-প্রচার সম্পাদক মো. কামরুল ইসলাম অপু, আরিজা হক তিথি, মেজবাউল হক, স্পন্দন সাহা উৎস, তাসমিয়া খান দিয়া, ডিজাইন সম্পাদক তিথি সাহা, শিক্ষা সম্পাদক মলয় রায়, সহ-শিক্ষা সম্পাদক তানজিনা রহমান, মো. নাদিম হোসেন, অনুদ্বীপ দাস সৃজন, সাকিব আস সামি, শিক্ষা উন্নয়ন সম্পাদক সৈয়দা মোবাসসারা তাসনিম, সাংস্কৃতিক সম্পাদক মনীষা তালুকদার, রক্ত বিষয়ক সম্পাদক সৌমিক দাশ, সহ-রক্ত বিষয়ক সম্পাদক মো. তানবির আহমেদ, আব্দুল্লাহ আল ওমর, প্রযুক্তি ও সহায়তা বিষয়ক সম্পাদক ফাইয়ায আল মুহাইমিন, সহ-প্রযুক্তি ও সহায়তা বিষয়ক সম্পাদক শফিক প্রধান, মো. রায়েম আবিদ, দপ্তর ও তথ্য সম্পাদক উম্মে হানি শ্রাবণী, সামাজিক সচেতনতা ও প্রচারণা সম্পাদক মাইশা মালিহা মনোনীত হয়েছেন।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ