হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হাবিপ্রবি দলের যুব কমিটি-২০২৪ এ প্রধান দলনেতা হিসেবে মনোনীত হয়েছেন ম্যানেজমেন্ট বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জ্যোতি।
এ ছাড়াও সহ-প্রধান দলনেতা-১ হিসেবে ম্যানেজমেন্ট বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী সাইফুল ইসলাম ও সহ-প্রধান দলনেতা-২ হিসেবে মনোনীত হয়েছেন ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স অনুষদের ১৯ ব্যাচের শিক্ষার্থী আবির চন্দ্র।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, হাবিপ্রবি দলের উপদেষ্টা এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালক শেখ মো. সহিদ উজ জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংগঠনটির প্রধান দলনেতা জান্নাতুল ফেরদৌস জ্যোতি বলেন, মানুষ মানুষের জন্য কথাটার অস্তিত্ব তখনই টিকে থাকে যখন আমরা নিঃস্বার্থভাবে অপরের জন্য কাজ করে যাই। ক্লিন ক্যাম্পাস, বন্যার্তদের ত্রাণ বিতরণ, বিভিন্ন সরকারি দিবসসমূহে স্বেচ্ছাসেবকরা প্রশাসনকে বিভিন্ন কাজে সহযোগিতা, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নিরলসভাবে সকলকে সহযোগিতা করে থাকে। এ ছাড়াও সকলের মাঝে প্রজেক্ট এওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে সাম্প্রতিক বিষয়ে সচেতনতা তৈরি করার মতো কাজগুলো করে যাচ্ছে।
তিনি বলেন, আমি অনেক বেশি কৃতজ্ঞ সংগঠনটির প্রতি আমাকে ভালো কাজের সুযোগ করে দেওয়ার জন্য। দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি তাই সকলের প্রতি সহযোগিতা কামনা করছি।
সহ-প্রধান দলনেতা আবির চন্দ্র বলেন, বিশ্ববিদ্যালয়ে এসে প্রথম যে সংগঠন দ্বারা হাতেখড়ি, ভালোবাসার সংগঠন, প্রাণের সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, হাবিপ্রবি দল। ক্যাম্পাসে প্রথম 'ক্লিন ক্যাম্পাস' প্রোগ্রাম যা সবার মন কেড়ে ছিল, এরপর দূষণমুক্ত হাবিপ্রবি গড়ার প্রচেষ্টায় ডাস্টবিন স্হাপন যা আজও দৃশ্যমান। বন্যার্তদের ত্রাণ দেয়া, প্রশাসনের কাজে সহয়তা করা, জাতীয় দিবস পালন ইত্যাদি সকল কাজ করে থাকে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাকে এত বড় দায়িত্ব দিয়েছেন, আমি সর্বোচ্চ চেষ্টা করবো দায়িত্বগুলো পালন করার। সর্বোপরি এমন একটি মানবিক সংগঠনের সাথে যুক্ত হতে পারা সত্যিই গর্বের বিষয়।
উল্লেখ্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, হাবিপ্রবি দল ২০১৯ সালে এই ক্যাম্পাসে কিছু মানবিক মানুষের হাত ধরে যাত্রা শুরু করে। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই জাতীয় দিবস ও ভর্তি পরীক্ষার সময় সেচ্ছাসেবী কাজ করার পাশাপাশি ক্লিন ক্যাম্পাস, ডাস্টবিন স্থাপনসহ ত্রাণ কর্মসূচির মতো কাজ করে যাচ্ছে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ