শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখায় নতুন ছাত্রলীগের কমিটিতে পদ পেতে আবেদন করেছেন ১০৯ ছাত্রনেতা। আবেদনের সময়সীমা ছিল গত ১৫ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
মঙ্গলবার ( ২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মনির হোসেন।
আসন্ন নতুন কমিটিকে ঘিরে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদ পেতে মরিয়া হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মী। পদ পেতে চলছে ব্যাপক লবিং ও গ্রুপিং। শাবি ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মী ও সংশ্লিষ্ট সূত্রগুলোর সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।
জানা গেছে, গত ৮ ফেব্রুয়ারি পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত জমার দেওয়ার নির্দেশ দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। তখন থেকে শাবি ছাত্রলীগের ৬টি গ্রুপের নেতাকর্মীরা শোডাউনে ব্যস্ত হয়ে পড়েছেন। চারটি গ্রুপ একসঙ্গে কর্মসূচি পালন করলেও বাকি দুই গ্রুপ কেন্দ্রীয় নির্দেশে বিভক্ত হয়ে কর্মসূচি দিচ্ছে বলে এমন আলোচনাও চলছে। এমনকি গ্রুপিংয়ে বিভক্ত নেতারা ছাত্রলীগের কমিটিতে পদ পেতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তাও চাচ্ছেন বলেও নেতাকর্মীদের মুখে শুনা যাচ্ছে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ