ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬

রাশিয়ায় বিশ্ব যুব উৎসবে দেশের প্রতিনিধিত্ব করবেন জবির সাঈদ

প্রকাশনার সময়: ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৪৭

আগামী ১-৭ মার্চ রাশিয়ার সিরিয়াস ফেডারেল টেরিটরিতে (সোচি) অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব যুব উৎসব বা ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আন্তর্জাতিক যুব সহযোগিতা বৃদ্ধির আদেশ অনুসারে ২০২৪ সালে দেশটিতে এ উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই আয়োজনে পিছিয়ে নেই বাংলাদেশের অংশগ্রহণও।

বাংলাদেশ ও রাশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় এবার দেশের আয়োজনের জন্য নির্বাচিত তরুণ-তরুণী বিশ্ব দরবারে তুলে ধরবেন নিজেদের দেশকে। এ ছাড়া নতুন নতুন ধারণার মাধ্যমে বাংলাদেশের নাম বিশ্ব দরবারে আরও বড় আঙ্গিকে তুলে ধরবেন। একইসঙ্গে তাদের সুযোগ হবে ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতিতে অনন্য দেশ রাশিয়াকে খুব কাছ থেকে জানার ও দেখার।

এই আয়োজনে রাশিয়া সরকারের অর্থায়নে অংশ নেবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের সাবেক সাধারণ সম্পাদক মো. সাঈদ মাহাদী সেকেন্দার। এ মাসের শেষ সপ্তাহে তিনি রাশিয়া অবস্থান করবেন এবং যুব উৎসবে অংশগ্রহণ শেষে মার্চের ২০ তারিখ দেশে ফিরবেন।

মাহাদী সেকেন্দার দীর্ঘদিন ধরে শিক্ষা, গবেষণা, রাজনীতি, সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনে কাজ করছেন। বর্তমানে তিনি দেশের স্বনামধন্য গণমাধ্যম এটিএন নিউজের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত। পাশাপাশি তিনি ঢাকার সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করেন।

উল্লেখ্য, এ আয়োজনের মাধ্যমে বিশ্বের ১৮০টি দেশের সম্মুখে বাংলাদেশ নিজেদের ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি তুলে ধরতে পারবে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ