ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬

ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করতে সিকৃবির কিবরিয়া হলের বনভোজন

প্রকাশনার সময়: ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪১

জুনিয়র-সিনিয়রদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) শাহ এ.এম.এস কিবরিয়া হল বার্ষিক বনভোজনের আয়োজন করেছে। এতে কিবরিয়া হলের সাবেক ও বর্তমান প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় সংলগ্ন টিলাগড় ইকোপার্কে এ বনভোজনের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ৪১তম ও ৪৩ তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত চার মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা এবং বর্তমান মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।

মধ্যাহ্ন ভোজের পর র‌্যাফেল ড্র ও খেলাধুলার আয়োজন করা হয় এবং বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন সিকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি।

শাহ এ.এম.এস কিবরিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. সাদ উদ্দিন মাহফুজ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে এইরকম আয়োজন আসলে প্রশংসনীয়। আগামীতে আমরা চাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহায়তায় এরকম অনুষ্ঠান আয়োজনের চেষ্টা করব। আজকে মাত্র চারজনকে বিসিএস সংবর্ধনা দেওয়া হয়েছে, আগামীতে আরো বেশি সংখ্যক ক্যাডার ও অন্যান্য চাকরিজীবীদের সম্মাননা দেওয়ার আশা ব্যক্ত করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে এই প্রথম এরকম অনুষ্ঠানে অংশগ্রহণ করে খুব ভালো লাগছে। এর ফলে জুনিয়র-সিনিয়রদের মাঝে ভ্রাতৃত্ব আরও গাঢ় হবে, বিশ্ববিদ্যালয়ে র‌্যাগের মতো অভিশাপ দূর হবে। এরকম উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগ, সিকৃবি শাখা সর্বদা পাশে থাকবে।’

এতে শাহ এ.এম.এস কিবরিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. সাদ উদ্দিন মাহফুজ, সিকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিকসহ অন্যান্য নেতৃবৃন্দ ও হলের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ