রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ( বেরোবি) বগুড়া জেলার ছাত্রকল্যাণ সমিতির নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে অর্থনীতি বিভাগের মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের হিমেল ইসলামকে মনোনীত করা হয়েছে।
রোববার (২৫ ফেব্রুয়ারি) রাতে উপদেষ্টামণ্ডলীর স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, পরবর্তী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কথা বলা হয়েছে।
অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আবু সালেহ মো. নাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক বৃষ্টি খাতুন। সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হুদা, মো. খাইরুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো. রাসিক আল আদাল।
দপ্তর সম্পাদক মো. হোজাইফা, প্রচার সম্পাদক মো. ওবায়দুর রহমান শিশির, ছাত্রী বিষয়ক সম্পাদক সানজানা ইবনাত, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নূর আফসানা মাহজাবিন।
নবনির্বাচিত সভাপতি মেহেদী বলেন, বগুড়া জেলা সমিতি বেরোবিতে অন্যতম একটি সংগঠন। সম্মানিত উপদেষ্টামণ্ডলীর নির্দেশনা এবং আমাদের ছোট ও বড় ভাই-বোনদের নিয়ে এগিয়ে যাবে প্রাণের সংগঠন। অন্যান্য জেলা সমিতির তুলনায় বগুড়া জেলা সমিতিকে ইউনিক করে গড়ে তুলবো।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ