হাল্ট প্রাইজ-২০২৪ প্রতিযোগিতায় আন্তর্জাতিক মঞ্চে জায়গা করে নিয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) টিম 'এগ্রি মার্কেটপ্লেস বিডি’। চ্যাম্পিয়নস টিম পরবর্তী সামিটে আন্তর্জাতিক পর্বে অংশগ্রহণের সুযোগ পাবে।
রোববার (২৫ ফেব্রুয়ারি) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কক্ষে টিম এগ্রি মার্কেটপ্লেস বিডিকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
বাংলাদেশের প্রেক্ষাপটে কৃষির মার্কেটকে অনলাইন ভিত্তিক আরো শক্তিশালী করতে নতুন ধারণা হিসেবে এগ্রি মার্কেট প্লেস নির্বাচিত করা হয় ।
হাল্ট প্রাইজ ক্যাম্পাস রাউন্ড প্রতিযোগিতায় বিজয়ী পাঁচ সদস্যবিশিষ্ট টিমের সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি অনুষদের মোমিনুল হক সিফাত, উর্মি সিনহা, বায়োটেকনোলজি অনুষদের তাসনিম সায়েম , কৃষি প্রকৌশলী অনুষদের ধ্রুব সিদ্দিকী এবং নোমান আবদুল্লাহ।
এর আগে, গত ১৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের মাৎস বিজ্ঞান অনুষদ ভবনের সম্মেলন কক্ষে' আনলিমিটেড থিম' প্রতিপাদ্যকে সামনে রেখে ক্যাম্পাস রাউন্ড পর্ব সম্পন্ন হয়। এসময় রেজিস্ট্রেশনকৃত ১৬টি দলের মধ্যে প্রাথমিক বাছাইকৃত ৫টি দল অংশগ্রহণ করে।
এসময় এগ্রি মার্কেটপ্লেস বিডি টিমের ক্যাপ্টেন মোমিনুল হক বলেন, ‘এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে বাংলাদেশের সকল ফার্মগুলো একটি নির্দিষ্ট ক্যাটাগরির ফ্রেমে যুক্ত থাকে এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সরাসরি এর সুবিধা ভোগ করতে পারবে। কৃষকরা তাদের পন্যের ছবি ও বিস্তারিত তথ্য শেয়ার করতে পারবে এবং সরাসরি অনলাইনে বিক্রি করতে পারবে।’
বিশ্বের ১২০টি দেশ এবং বাংলাদেশের প্রায় ৮০টি বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজ ফাউন্ডেশনের কার্যক্রম অব্যাহত আছে। বিশ্বের টেকসই উন্নয়নে ভূমিকা রাখতে হাল্ট প্রাইজ ফাউন্ডেশন প্রতি বছর একটি নির্দিষ্ট থিম এর উপর ভিত্তি করে ‘স্টার্ট আপ’ প্রতিযোগিতা পরিচালনা করে থাকে। তবে হাল্ট প্রাইজ ফাউন্ডেশনের ১৫ বছর পূর্তি উপলক্ষ্যে এ বছর হাল্ট প্রাইজ ২০২৪ চ্যালেঞ্জে "আনলিমিটেড থিম" এর উপর ভিত্তি করে এ প্রতিযোগিতাটি পরিচালিত হচ্ছে। এ বছর সিকৃবিতে ৪র্থ বারের মতো এই প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে শিক্ষার্থীদের নোবেল খ্যাত এই প্রতিযোগিতার।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ