ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬

জাবিতে ছাত্র ইউনিয়নের দুই নেতার বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

প্রকাশনার সময়: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩৮

জাহঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কলা ও মানবিকী অনুষদের দেয়াল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গ্রাফিতি মুছে ফেলার ঘটনায় ছাত্র ইউনিয়নের জাবি সংসদের (একাংশ) সভাপতি অমর্ত্য রায় ও সাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলির বিরুদ্ধে বাদী হয়ে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনার প্রতিবাদে 'নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর' ব্যানারে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষার্থীরা।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি সড়ক ঘুরে শহিদ মিনার প্রাঙ্গণে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে শিক্ষার্থীদের ‘আমাদের ক্যাম্পাসে আমরাই থাকবো, নুরুল আলম থাকবে না’, ‘ছিঃ ছিঃ ছিঃ ছিঃ, মামলাবাজ ভিসি’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

সমাবেশে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের (একাংশ) সহ-সভাপতি আশফার রহমান নবীন বলেন,‘ক্যাম্পাসের রাজনীতির যে পরিস্থিতি সেটা এখন জলের মতো পরিষ্কার। বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের মতো একটা ঘটনার বিরুদ্ধে যে আন্দোলন চলছে কিন্তু তা প্রশাসন চায় না। তাই তারা ধর্ষণবিরোধী গ্রাফিতি অঙ্কনের দায়ে রাতারাতি আমাদের দুজন শীর্ষ নেতাকে বহিষ্কার করে দিল, মামলা করে দিল। অথচ বিশ্ববিদ্যালয়ে এখনো ৪১,৪২,৪৩ ব্যাচের অছাত্ররা মাদকের সিন্ডিকেট চালায়, তাদের বিরুদ্ধে প্রশাসন মামলা করে না। মামলা করে যার নামে কোনো চাঁদাবাজির অভিযোগে নেই, নিপীড়নের অভিযোগ নেই তাদের বিরুদ্ধে। প্রশাসনের এই অশুভ শক্তির পাঁয়তারা আমরা রুখে দেবো।’

গ্রাফিতি মুছে বঙ্গবন্ধুর আদর্শ মুছে ফেলা যায় না মন্তব্য করে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান চলচ্চিত্র সংসদের কোষাধ্যক্ষ তাসনিম নওশীন বাশার মোহনা ‘একটা গ্রাফিতি মুছে ফেললেই কি বঙ্গবন্ধুর আদর্শ মুছে দেয়া সম্ভব? সম্ভব না। বঙ্গবন্ধুর অবমাননা আমরা করিনি। কিন্তু অবমাননা হয়েছে। বঙ্গবন্ধুর অবমাননা হয়েছে যখন একের পর এক নিপীড়ন বিরোধী গ্রাফিতি বঙ্গবন্ধুর ছবি দিয়ে ঢেকে ফেলার মাধ্যমে।'

জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি শরণ এহসান বলেন,'গ্রাফিতি মুছে ফেলায় দুজন ছাত্র নেতাকে যেভাবে মামলার স্বীকার হতে হয়েছে। এ নিয়ে কেবল এটাই বলবো যে, বিশ্ববিদ্যালয় প্রশাসন মতো প্রকাশের স্বাধীনতাকে দমন করার প্রয়াস দেখাচ্ছে। আমরা ছাত্র ইউনিয়নের দুই নেতার বিরুদ্ধে দায়ের করা মামলা ও বহিষ্কারাদেশ তুলে নেয়ার দাবি জানাচ্ছি।'

প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের দেয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গ্রাফিতি মুছে ধর্ষণ ও স্বৈরাচার বিরোধী গ্রাফিতি আঁকার ঘটনায় ছাত্র ইউনিয়নের সভাপতি অমর্ত্য রায় এবং সাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলীর বিরুদ্ধে ২২ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় আইনে মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ