ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬

ববিতে ঢাবির ভর্তি পরীক্ষায় উপস্থিত ৮৮ শতাংশ

প্রকাশনার সময়: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা, আইন ও সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এ অনুষদে ববিতে ৮৮.২১ শতাংশ পরীক্ষার্থী অংশ নেন।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ভর্তি পরীক্ষা শুরু হয়। এবারে ঢাবির ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

খ’ ইউনিটের ববি কেন্দ্রের সমন্বয়ক কলা ও মানবিক অনুষদের ডিন ড. তানভীর কায়সার বলেন, ‘খ’ ইউনিটে ববি কেন্দ্রে ২ হাজার ৭২০ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৪০১ জন উপস্থিত ছিলেন। শতকরা উপস্থিতির হার ৮৮ দশমিক ২১ শতাংশ। অনুপস্থিত ছিলেন ৩১৯জন।

ভর্তি পরীক্ষায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সক্রিয় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াতের ভোগান্তি এড়াতে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করেন।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন বিএনসিসি, রোভার স্কাউট এবং বিভিন্ন জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের সহায়তা করছে।

এদিকে, গতবারের মতো এবছরও বিভাগীয় শহরে ঢাবির ভর্তি পরীক্ষা হওয়ায় খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা জানান, বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা হওয়ায় যাতায়ত ও থাকার ভোগান্তি অনেকাংশে লাঘব হয়েছে।

বিশ্ববিদ্যালয় উপাচার্য (রু.দা) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় ভর্তি কেন্দ্রে অতীতের ন্যায়ে সুষ্ঠু ও সুন্দরভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ