ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অনার্স ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বি ইউনিটের ভর্তি পরীক্ষায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) উপকেন্দ্রে ১৪১৭ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১৩০৩ জন। যা মোট পরীক্ষার্থীর ৯১.৯৫ শতাংশ।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে শাবিপ্রবি কেন্দ্রের সমন্বয়ক অধ্যাপক ড. মো. আবু সায়েদ আরফিন খান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভবন বি ও সি’তে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১৪১৭ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১৩০৩ জন। অনুপস্থিত ছিল ১১৪ জন। উপস্থিতির হার ৯১.৯৫ শতাংশ।
এদিকে পরিবহন প্রশাসক অধ্যাপক আনোয়ার হোসাইন বলেন, শাবিপ্রবির পক্ষ থেকে ঢাবি ভর্তি পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ৬টি বাস দেওয়া হয়েছে। এছাড়া পরীক্ষায় কর্তব্যরত শিক্ষকদের যাতায়াতের জন্যও বেশ কয়েকটি বাস দেওয়া হয়।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ