ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬

রাবিতে আন্ত‍ঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা ২৯ ফেব্রুয়ারি

প্রকাশনার সময়: ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘হোসেন শহীদ সোহরাওয়ার্দী স্মারক আন্তঃক্লাব বিতর্ক উৎসব–২০২৪' শুরু হবে আগামী ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। নবমবারের মতো এর আয়োজন করছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল বিতর্ক পাঠশালা।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় সোহরাওয়ার্দী হল শাখার বিতর্ক কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সভাপতি মো. আল-আমিন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, সংসদীয় পদ্ধতির এবারের বিতর্ক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ১৭টি হলসহ রাজশাহী অঞ্চলের মোট চব্বিশটি দল অংশগ্রহণ করবে। আগামী ২৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ইসমাইল হোসেন সিরাজী ভবনে প্রতিযোগিতার উদ্বোধন করবেন হল প্রাধ্যক্ষ মো. জাহাঙ্গীর হোসেন।

তিনি আরও বলেন, আগামী ৮ মার্চ (শুক্রবার) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য অধ্যাপক সুলতান–উল–ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবীর।

আজ (২২ ফেব্রুয়ারি) থেকেই এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিবন্ধন শুরু হয়েছে। ১ হাজার টাকা ফি দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। যা চলবে আগামী ২৫ ফেব্রুয়ারি (রোববার) পর্যন্ত।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির সহ–-সভাপতি বাপ্পী হোসেন, সাংগঠনিক সম্পাদক একেএম শহীদুল ইসলাম, পাঠচক্র বিষয়ক সম্পাদক আবু সাঈদ, সহ–কোষাধ্যক্ষ জাহিনুর ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল বিতর্ক পাঠশালা ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ ১৩ বছর ধরে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সৃজনশীল বিতর্ক প্রতিযোগিতা ও নিয়মিত বিতর্ক চর্চা করে আসছে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ