ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬

জাবিতে 'এ' ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ভর্তিযুদ্ধ শুরু

প্রকাশনার সময়: ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ ও ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তিযুদ্ধ শুরু হয়েছে৷

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়। বিকেল ৫টা ৪০ মিনিটে ষষ্ঠ শিফটের মধ্য দিয়ে এ ইউনিটের পরীক্ষা শেষ হয়। ছয়টি শিফটের মধ্যে প্রথম দুইটি মেয়েদের এবং পরবর্তীতে ৪টি শিফট ছেলেদের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটি সূত্রে জানা যায়,'এ' ইউনিটে ২২৩টি ছাত্রদের এবং ২২৩টি ছাত্রীদের আসনের বিপরীতে আবেদন করেছেন মোট ৩৩ হাজার ৭০৫ জন ছাত্র এবং ১৬ হাজার ৭১১ জন ছাত্রী।

এবিষয়ে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন অধ্যাপক ফরিদ আহমেদ বলেন, ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির পরিমাণ বেশ ভালো। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম সাংবাদিকদের বলেন, পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে হচ্ছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জাবিতে চলমান আন্দোলনের কোনো প্রভাব ভর্তি পরীক্ষায় পড়েনি। ধারণা করা হচ্ছে, উপস্থিতির হার ৭০-৮০ শতাংশ হবে।'

আগামী ২৫ ফেব্রুয়ারি কলা ও মানবিকী অনুষদভুক্ত 'সি-১' ইউনিট (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ) এবং 'সি' ইউনিট (কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট)- এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 'সি-১' ইউনিটে ৩২টি ছাত্র এবং ৩২টি ছাত্রীদের আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছাত্র ১ হাজার ৮৯৫ জন এবং ছাত্রী ২ হাজার ৩৩৪ জন। 'সি' ইউনিটে আসন সংখ্যা ছাত্রদের ১৯৪টি এবং ছাত্রীদের ১৯৪টি। এর বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছাত্র ১৮ হাজার ৬৬ জন এবং ছাত্রী ২১ হাজার ৭৭৯ জন।

২৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) এবং ২৮ ফেব্রুয়ারি (বুধবার) 'ডি' ইউনিট (জীববিজ্ঞান অনুষদ)-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই অনুষদে ছাত্রদের আসন সংখ্যা ১৫৫টি এবং ছাত্রীদের আসন সংখ্যা ১৫৫টি। এর বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছাত্র ৩২ হাজার ৯৫ জন এবং ছাত্রী ৩৭ হাজার ৩২১ জন।

২৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) 'বি' ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ), আইবিএ-জেইউ এবং 'ই' ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ)-এর ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে ভর্তি পরীক্ষা শেষ হবে। 'বি' ইউনিট আসন সংখ্যা ১৯৩ জন ছাত্র এবং ১৯৩ জন ছাত্রীর বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছাত্র ৭ হাজার ৮৩০ জন এবং ছাত্রী ৯ হাজার ৮৮৬ জন। আইবিএ তে ভর্তির জন্য ছাত্রদের ২৫টি আসন এবং ছাত্রীদের জন্য ২৫টি আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছাত্র ২ হাজার ২৬০ জন এবং ছাত্রী ১ হাজার ২৮৬ জন। 'ই' ইউনিট আসন সংখ্যা ১০০টি ছাত্র এবং ১০০টি ছাত্রী আসনের বিপরীতে ৭১৫৪ জন ছাত্র এবং ৫৫২৯ জন ছাত্রী আবেদন করেছেন।

উল্লেখ্য, এ বছর জাবিতে ছয়টি ইউনিট ও একটি ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবার এক হাজার ৮৪৪টি আসনের বিপরীতে মোট এক লাখ ৯৭ হাজার ৮৫১ জন ভর্তিচ্ছু আবেদন করে। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ১০৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ