সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

চবিতে শহিদদের স্মরণে দেয়ালিকা উন্মোচন

প্রকাশনার সময়: ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২৬ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৩০

চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের (চবি) অর্থনীতি বিভাগের সংগঠন ইয়ং ইকোনোমিস্টস' সোসাইটি (ইয়েস) এর উদ্যোগে ভাষা শহিদদের স্মরণে 'অক্ষর কুণ্ডলী' দেয়ালিকা উন্মোচন করা হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করার পর অর্থনীতি বিভাগের বারান্দার দেয়ালে এ দেয়ালিকা প্রকাশ করে সংগঠনটি।

এসময় উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের প্রভাষক কাজী মেসবাহ উদ্দিন আহমেদ, ইয়েসের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ।

এবিষয়ে কাজী মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, এটি খুবই সন্তোষজনক যে অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা ভাষা শহিদদের স্মরণে দেয়ালিকা প্রকাশ করেছে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে ভাষা ও ভাষা শহীদদের প্রতি ভালোবাসা বৃদ্ধি করে। সবার সার্বিক প্রচেষ্টায় দৃষ্টিনন্দন একটি দেয়ালিকা উন্মোচিত হয়েছে।

ইয়েস সভাপতি সাফায়েত হোসেন তুষার বলেন, দেয়ালিকা প্রকাশনা ঐতিহ্যগতভাবে ইয়েসের কার্যক্রমের একটি অংশ। এ আয়োজন পুরো বিভাগের শিক্ষার্থীদের সৃজনশীলতা বহিঃপ্রকাশের অন্যতম মাধ্যম।

দেয়ালিকায় শিক্ষার্থীরা কবিতা, গল্প, শহীদ ভাইয়ের প্রতি বোনের কাল্পনিক চিঠি ইত্যাদি দিয়ে সজ্জিত করে। এ ধরনের আয়োজনে শিক্ষার্থীদের বাংলা ভাষার প্রতি মমত্ববোধ জাগ্রত করবে বলে মনে করেন বিভাগের শিক্ষার্থীরা।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ