শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

‘একুশের চেতনায় কাজ করলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সম্ভব’

প্রকাশনার সময়: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৭

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা বলেন, একুশের চেতনায় ও বাংলাকে ভালোবেসে কাজ করলে ৪১'র আগেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। যে জাতির ভাষার প্রতি শ্রদ্ধাশীল নয় ,সে জাতির উন্নয়নও সম্ভব নয়।

বুধবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের চেতনা আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা বলেন, ‘পৃথিবীতে একমাত্র বাংলাদেশ-ই যেখানে ভাষার জন্য জীবন দিতে হয়েছিল। মাতৃভাষায় যেভাবে আমরা মনের ভাব প্রকাশ করতে পারি, পৃথিবীর অন্য কোনো ভাষায় তা প্রকাশ করা সম্ভব নয়। এজন্য উচ্চশিক্ষায় আমরা বিভিন্ন ভাষা আয়ত্ত করলেও আমাদের বাংলা ভাষার ব্যবহার চর্চা করতে হবে। প্রতিটা ক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহার করতে নিশ্চিত করতে পারলে বাংলা ভাষা সমৃদ্ধ হবে। পৃথিবীতে অনেক ভাষা বিলুপ্ত হয়ে যাচ্ছে শুধুমাত্র চর্চা ও সংরক্ষণের অভাবে।

তিনি আরও বলেন, ভাষাকে সংরক্ষণ ও চর্চার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট স্থাপন করেছেন। এটি শুধু বাংলায় নয়, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিজস্ব ভাষাকেও সংরক্ষণের জন্য কাজ করে যাচ্ছে। আজকে আমাদের প্রতিজ্ঞা হবে, বাংলা ও বাংলাদেশকে ভালবেসে দেশ করার প্রত্যয় নিয়ে কাজ করা।

এর আগে, সকালে প্রভাতফেরি শেষে কেন্দ্রীয় শহীদ মিনার ‘সূর্যালোকে বর্ণমালা’-তে ভাষা শহীদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা মো. জামাল উদ্দিন ভূঞা। এরপর একে একে কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

একুশের চেতনায় ভাষা শহীদের আত্মার মাগফিরাত কামনায় বাদ জোহর মোনাজাত ও মিলাদ মাহফিল এবং বিকেলে কৃষ্ণচূড়া সাংস্কৃতিক সংঘের আয়োজনে একুশের গান ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হবে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ