ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

ছিনতাই মামলার তিন আসামি গ্রেপ্তার

প্রকাশনার সময়: ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:০০

নগরীর চন্দ্রিমা থানার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের গবেষণার মাঠ থেকে অভিযান চালিয়ে ছিনতাই মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে চন্দ্রিমা থানা পুলিশ।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত পৌনে ১টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতাররা হলেন- হাসিবুল হোসেন শান্ত (২৯), শামিম ইসলাম (২৫) ও রাব্বি আহম্মেদ (২০)।

হাসিবুল নগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডী কড়াইতলার আনোয়ার হোসেনের ছেলে, শামিম ইসলাম মেহেরচন্ডী পূর্বপাড়ার আমিরুল ইসলামের ছেলে এবং রাব্বি মতিহার থানার কাজলা ফুলতলার মোখলেছুর রহমানের ছেলে।

জানা যায়, সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে আরএমপির বোয়ালিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষন ব্যানার্জীর সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। এ সময় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: হাফিজুল ইসলামের দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার মো: মাহমুদুল হাসানের নেতৃত্বে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ মো: মাহবুব আলম, উপ-পরিদর্শক (এসআই) প্লাবন কুমার সাহা ও তার টিম থানা এলাকায় ডিউটি করছিলেন। এ সময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চন্দ্রিমা থানার ছিনতাই মামলার আসামি হাসিবুল, শামিম ইসলাম ও রাব্বি আহম্মেদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের গবেষণার মাঠে অবস্থান করছে।

জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, গত ১৬ ডিসেম্বর সন্ধ্যায় মেহেরচন্ডী ফ্লাইওভারের নিচে কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. প্রফেসর ইসরাত জাহান রুপার কাছ থেকে ব্যাগ ছিনতাইয়ের ঘটনার সঙ্গে তারা জড়িত। তারা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইকৃত মোবাইল, নগদ অর্থসহ অন্যান্য মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ