ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬

ইবি ছাত্র ইউনিয়নের নেতৃত্বে মাহমুদুল-নুর

প্রকাশনার সময়: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১৪

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদের ১৮তম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক চারুকলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের নুর আলম মনোনীত হন।

‘ক্ষমতা দখলের হাতিয়ার নই, এসো দিন বদলের যোদ্ধা হই’ স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির ১১৬নং কক্ষে আয়োজিত কাউন্সিলে উপস্থিত প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়।

নব-গঠিত কমিটিকে শপথ পাঠ করান বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহির শাহরিয়ার রেজা।

২৩ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি দেলোয়ার হোসেন, ওবাইদুর রহমান আনাস, উদয় দেবনাথ ও সাদিয়া মাহমুদ মিম, সহ- সম্পাদক ইমতিয়াজ আহাম্মেদ ইমন, আসিফুর রহমান ও শেখ সুমন, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব রানা, কোষাধ্যাক্ষ আহমাদ গালিব, দপ্তর সম্পাদক মনির হোসেন, শিক্ষা ও গবেষণা সম্পাদক মাজিদুল ইসলাম উজ্জ্বল, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসিব সাংস্কৃতিক সম্পাদক জিন্নাত মালিয়াত সীমা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক তাহমিদ হাসান সজীব, ক্রিড়া সম্পাদক তানিম তানভীর।

এ ছাড়াও কার্য নির্বাহী সদস্যরা হলেন ইমানুল সোহান, মুখলেসুর রাহমান সুইট, মেহেদী হাসান রাফি ও মামুন মিয়া।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ