১৯৮৪ সালের এই দিনে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম.এ.জি. ওসমানী ইন্তেকাল করেন। আজ শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি:
১৭০৪ - অবিভক্ত বাংলায় পুলিশী ব্যবস্থার প্রচলন হয়।
১৮০৮ - ফরাসিদের স্পেন দখল।
১৮৭৩ - স্পেনকে প্রজাতন্ত্র ঘোষণা।
১৯৩০ - যুক্তরাষ্ট্রের নামকরা কোম্পনী ডু পন্টের গবেষণাগারে প্রথম নাইলন তৈরি করা হয়।
১৯৩৬ - পপুলার ফ্রন্টের বিজয়। স্পেনে বামপন্থী রিপাবলিকান সরকার প্রতিষ্ঠা।
১৯৪৬ - সাবেক সোভিয়েত ইউনিয়ন প্রথম জাতিসংঘে ভেটো ক্ষমতা প্রয়োগ করে।
১৯৫৯ - কিউবার বিপ্লবী নেতা ফিডেল কাস্ট্রো কিউবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
১৯৭২ - বাংলাদেশকে সিঙ্গাপুরের স্বীকৃতি দান।
১৯৭৪ - পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো বলেন, বাংলাদেশ যদি ১৯৫ জন পাকিস্তানী যুদ্ধাপরাধীর বিচার কার্য স্থগিত করে তবে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া হবে।
১৯৮৬ - পর্তুগালের প্রথম অসামরিক রাষ্ট্রপতি নির্বাচিত হন ড. মারিও সোরেস।
১৯৯২ - দক্ষিণ লেবাননে ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় লেবাননের হিজবুল্লার মহা সচিব সাইয়্যেদ আব্বাস মুসাভি শহীদ হন।
জন্ম:
১৭৩২ - আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন জন্মগ্রহণ করেন।
১৮৩৮ - মার্কিন ইতিহাসবিদ, সাংবাদিক ও ঔপন্যাসিক হেনরি অ্যাডাম্স জন্মগ্রহণ করেন।
১৯২৬ - বাঙালি লেখক ও বুদ্ধিজীবি শহীদুল্লাহ কায়সার জন্মগ্রহণ করেন।
১৯২৭ - সাংবাদিক-সাহিত্যিক শহীদুল্লা কায়সার জন্মগ্রহণ করেন।
১৯৩৬ - বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক রাজিয়া খান জন্মগ্রহন করেন।
১৯৪৮ - বাংলাদেশী কণ্ঠশিল্পী নীলুফার ইয়াসমীন জন্মগ্রহণ করেন।
১৯৫৯ - মার্কিন টেনিস খেলোয়াড় জন ম্যাকেনরো জন্মগ্রহণ করেন।
১৯৮৮ - ব্রাজিলীয় ফুটবল খেলোয়াড় ডেনিলসন পেরেইরা নেভেস জন্মগ্রহণ করেন।
মৃত্যু:
১৮২২ - পুরাতত্ত্ববিদ, ঐতিহাসিক ও প্রাবন্ধিক রাজেন্দ্রলাল মিত্র পরলোকগমন করেন।
১৮৩৪ - লাইফবোট-এর উদ্ভাবক লিওনেল লুকিন মৃত্যুবরণ করেন।
১৯০৭ - নোবেল পুরস্কার বিজয়ী ইতালীয় কবি এবং শিক্ষক জিওসুয়ে কার্দুচ্চি মৃত্যুবরণ করেন।
১৯৫৬ - বাঙালি পদার্থবিদ মেঘনাদ সাহা মৃত্যুবরণ করেন।
১৯৮১ - সাহিত্যিক খান মুহম্মদ মইনুদ্দীন ইন্তেকাল করেন।
১৯৮২ - শিক্ষাবিদ, গবেবষক ড. মুহম্মদ এনামুল হক ইন্তেকাল করেন।
১৯৮৪ - বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম.এ.জি. ওসমানী ইন্তেকাল করেন।
১৯৮৯ - নাট্যকার নূরুল মোমেন ইন্তেকাল করেন।
নয়া শতাব্দী/আরজে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ