ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু

প্রকাশনার সময়: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ২১:২৭

‘ক্রীড়ায় বিকশিত হোক তারুণ্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছে। যবিপ্রবিতে প্রথমবারের মতো ক্রিকেট বলে এই প্রতিযোগিতা শুরু হয়েছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে যবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। আগামী ২৭ ফেব্রুয়ারি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে এ প্রতিযোগিতার সমাপ্ত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, খেলাধুলা ও পড়ালেখা দুইটাই পাশাপাশি একটি আরেকটির পরিপূরক। সোনার মানুষ হতে হলে খেলাধুলায় গুরুত্ব দিতে হবে। সুস্থ মন ও সুস্থ শরীরের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে।

অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, খেলাধুলায় যবিপ্রবির সুনাম বিশ্ব জুড়ে। আমাদের শিক্ষার্থীরা জাতীয়, অলিম্পিক ও আন্তর্জাতিক পর্যায়ে খেলাধুলায় অবদান রাখছে। এই খেলাধুলার মাধ্যমে যদি ভালো খেলোয়ার হতে পারো, তাহলে জাতীয় পর্যায়ে তোমরা অবদান রাখতে পারবে। যবিপ্রবির খেলাধুলায় যে সুনাম রয়েছে, তা ধরে রাখার দায়িত্ব তোমাদের।

শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন, যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, অনুষ্ঠান পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল ওয়াহেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডিন অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলাম, ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. তানভীর ইসলাম, অধ্যাপক ড. মো. নাসিম রেজা, অধ্যাপক ড. মোহম্মদ তোফায়েল আহমেদ, শরীরচর্চা দপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ-হেল কাফি, ফিজিক্যাল ইন্সট্রাক্টর উজ্জল চন্দ্র সূত্রধর, মো. শাহিনূর রহমান, মো. রায়হান রাকিব, বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ