ঢাকা, শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১, ২ রজব ১৪৪৬

বেরোবিতে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু

প্রকাশনার সময়: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ২১:১৮

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২২টি বিভাগকে নিয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের ফুটবল ক্লাবের আয়োজনে ফুটবল খেলার মাঠে ছাত্র পরামর্শ ও উপদেষ্টা দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক সৈয়দ আনোয়ারুল আজীম খেলার উদ্বোধন করেন।

উদ্বোধনী খেলায় যে দুটি দল লড়াই করবেন তারা হল জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিস বিভাগ বনাম ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ।

শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক সহযোগী অধ্যাপক ড সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও বাবুল হোসেনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক ড. এ আর এম তৌফিকুল ইসলাম, ছাত্র পরামর্শ ও উপদেষ্টা সহযোগী অধ্যাপক সৈয়দ আনোয়ারুল আজীম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মন্ডল আসাদসহ বিভিন্ন বিভাগের ফুটবলপ্রেমীরা।

এ সময় শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক সহযোগী অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান বলেন, সব খেলোয়াড়দের নিয়ে বসে একটা রূপরেখা তৈরি করব কিভাবে এই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেয়া যায়।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ