আজ ১৪ ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস। এই দিবসে সারা বিশ্ব যখন ভালোবাসায় মগ্ন, তখন ‘প্রেমের সুষম বণ্টনের’ দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ মিছিল করেছে ‘প্রেমবঞ্চিত সংঘ’ নামে এক সংগঠনের সদস্যরা।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের আমতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলের সামনে এসে দাঁড়ায়।
এসময় তারা ‘চৌদ্দ সেকেন্ড’ নিরবতা পালন করে। পরে মিছিলটি এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। বিক্ষোভে অংশগ্রহণকারীরা ‘কেউ পাবে, কেউ পাবে না, তা হবে না, তা হবে না’, ‘প্রেমের নামে প্রহসন বন্ধ কর’, ‘তুমি কে, আমি কে, বঞ্চিত বঞ্চিত’, ‘যোগ্য মানুষ হারালে, কাঁদতে হবে আড়ালে’ সহ বিভিন্ন স্লোগানে দেন। সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা গণস্বাক্ষর কর্মসূচি ও বৃক্ষরোপণ করেন।
সমাবেশে প্রেম বঞ্চিত সংঘের সভাপতি মোকতাদির মাহ্ বিন ওমর শাফী বলেন, আমরা প্রেমের বিরুদ্ধে না। কিন্তু আমাদের অভিযোগ হলো সমাজে প্রেমের সুষ্ঠু বণ্টন হচ্ছে না। আমরা দেখি যার চেহারা ভালো, যার বাইক আছে, ক্যামেরা আছে সে একাধিক প্রেম করছে। কিন্ত যাদের এসব নেই, তাদের কি প্রেম করার অধিকার নেই? আমরা প্রেমের সুষ্ঠু বণ্টন চাই, এটা আমাদের ন্যায্য অধিকার। সমাজে আজ যারা নেশাগ্রস্ত, তারা যদি নারীর ভালোবাসা পায়, তাহলে সে ভালোবাসা পেয়ে সঠিক পথে ফিরে আসবে ও সে দুনিয়ার আলো দেখতে পাবে। প্রেমের যদি সুষম বণ্টন হয়, তাহলে আমাদের মাঝে যে সমস্যা আছে সেগুলো অনেকটাই কমে আসবে।
সংঘের সাধারণ সম্পাদক ও চারুকলার শিক্ষার্থী এহসান আহমেদ আকাশ বলেন, প্রেম বঞ্চিত শুধু তরুণ-তরুণীই না, পিতা-মাতাও হতে পারে। সন্তান হতে পারে। এ ছাড়াও বিশ্বের অনেক মানুষ প্রেম থেকে বঞ্চিত। আমরা চাই, বিশ্বের সব জায়গায় প্রেম ছড়িয়ে পড়ুক। যেখানে যুদ্ধ চলছে, সাম্প্রদায়িক দাঙ্গা চলছে, সীমান্তে দাঙ্গা চলছে সব জায়গায় ছড়িয়ে পড়ুক প্রেম।
এর আগে, প্রেম বঞ্চিত সংঘের নতুন কমিটি গঠন করা হয়। এতে মোকতাদির মাহ্ বিন ওমর শাফীকে সভাপতি ও এহসান আহমেদ আকাশকে সাধারণ সম্পাদক করা হয়।
নয়া শতাব্দী/এসআর/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ